শীতের দিনে নামল বাদল, বসল তবু মেলা - রবীন্দ্র নাথ ঠাকুর

 পৌষ মেলা

রবীন্দ্র নাথ ঠাকুর


শীতের দিনে নামল বাদল,
বসল তবু মেলা ।
pous mela

বিকেল বেলায় ভিড় জমেছে,
ভাঙল সকাল বেলা ।


পথে দেখি দু'তিন টুকরো
কাঁচের চুরি রাঙা,
তারি সঙ্গে চিত্র -করা
মাটির পাত্র ভাঙা ।

POUS MELA - RABINDRANATH THAKUR

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন