ঘুরে দাড়াও - প্রনবেন্দু দাসগুপ্ত

ঘুরে দাড়াও - প্রনবেন্দু দাসগুপ্তের অসাধারণ কবিতা ঘুরে দাড়াও  

সরতে  সরতে   সরতে
তুমি আর কথায় সরবে ?
এবার ঘুরে দাড়াও।

ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও -
আরও পড়ুন :

সাইকেল - রিকশ   গুলো শিস দিয়ে চলে যাক বনে - বনান্তরে
কাদা - ভর্তি রাস্তা উঠে পরুক ছায়া পথের কাছাকাছি ,
গাছ গুলো নদীর জলে স্নান করে আসুক ,
সা - রা - রা - রা - করে জেগে উঠুক উপান্তরের সহরতলি। 

Kabita Ghure Darao - Kabi Pranabendu Dasgupta

তুমি যা বদলে দিতে না পারো 
তাহলে দাড়িয়ে দাড়িয়ে মরতে হবে। 
এখন হাত বাড়াও , ধরো 
যেখানে আছ , সেখান থেকে সবকিছু টেনে আনো ,
নইলে  সরতে  সরতে   সরতে
তুমি বিন্দুর  মতো মিলিয়ে যাবে। 
এখন ঘুরে দাড়াও।।

Kabita - Ghure Darao, Pranabendu Dasgupta
নবীনতর পূর্বতন