মাসিপিসি - জয় গোস্বামী


ফুল ছুয়ে যায় চোখের পাতায়, জল ছুয়ে যায় ঠোটে
ঘুমপাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে
Poem Masi Pisi of Joy Goswami with respect of female labour

সুক্তারাটি  ছাদের  ধারে, চাঁদ থামে তালগাছে 
ঘুমপাড়ানি মাসিপিসি ছাড়া কাপড় কাচে 
 
দু এক ফোটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে 
ঘুমপাড়ানি মাসিপিসি ট্রেন ধরতে আসে 

ঘুমপাড়ানি মাসিপিসির মস্ত পরিবার 
অনেকগুলো  পেট বাড়িতে, একমুঠো রোজগার 

ঘুমপাড়ানি মাসিপিসির পটলা  পুটলি কোথায় ?
রেল বাজারের হোম গার্ড রা সাত ঝামেলা জটায় 

সাল মাহিনার হিসেব তো নেই, জস্টি কি বৈশাখ
 মাসিপিসির কোলে - কখে চালের বস্তা থাক 

শতবর্ষ এগিয়ে আসে -  শতবর্ষ যায় 


চাল তোলো গো মাসিপিসি লালগোলা বনগায়

Kobita - Masi-Pisi, Kabi Joy Goswami
নবীনতর পূর্বতন