শিশুদের জন্য এক গুচ্ছ বাংলা ছড়া ও কবিতা

শিশুদের জন্য এক গুচ্ছ বাংলা ছড়া ও কবিতা 

ek gucho chora o bangla kabita

 খোকাবাবু

আমাদের খোকাবাবু, চলে হামাগুড়ি
যেটা পায় তুলে খায়, মুড়কি কি মুড়ি ।
পিঁপড়ে কি কেন্না, নেই কোন ঘেন্না,
মায়ে দেন দুধভাত, খেতে তিনি চান না ।

ছোট্টছড়া ব্লগ ২০১৫ সালে পথ চলা শুরু করে, আমাদের প্রথম দিকের কবিতা সংগ্রহ আমি দেখি কত রং। ছোট্টো কবিতাটি পরে নিতে পারেন 
khokabau hamaguri dei

নড়বড়ে হাতপায়ে তড়বড়ে হামা
শীত কিবা বর্ষায় গায়ে নেই জামা ।
কালি মাখে, ধুলি মাখে, রেগে গেলে কাঁদে
কোলে নিই, মুছে দিই আমাদের চাঁদে ।

শিশু 

 কুট কুটি চোখ দুটি 
ফুটফুটি চেহারা,
গোলগাল, গেলে নাল 
সকলের পেয়ারা ।
sishu kuti kuti chok duti

নেই জামা, দেয় হামা,
মারি ভরা হাসি,
খুশি মন অকারন
সবে ভালোবাসি।

Chotoder chara - Sishu
Chootochora - Sishu
Chotoder kabita - Sishu

আর কেঁদো না

ছোট বেলায় আমরা সকলের এই কবিতা বা ছড়া গুলি সকলেই পাঠ করেছি। ছোট শিশুদের এই ছড়া গুলি একবার মনে করিয়ে দিলে তারা সব সময় মনে রাখে। খুব ছোট্ট বয়সে বাড়ির বড়োরা এই কবিতা গুলো বাচ্চা দের মুখে মুখে শিখিয়ে দেয়। বাচ্চারা এই কবিতা গুলির শিকে খুব খুশি হয়। তারা আনন্দে নাচতে থাকে। 

আটুল বাঁটুল শ্যামলা শাটুল
শ্যামলা গেল হাটে,
শ্যামলাদের মেয়েগুলি
পথে বসে কাঁদে ।



আর কেঁদো না, আর কেঁদো না,
ছোলা ভাজা দেব,
আবার যদি কাঁদো, তবে -
তুলে আছাড় দেব ।

AR KEDO NA

ATUL BATUL SAMLA SATUL
SAMLA GELO HATE,
SAMLADER MEYEGULI
POTHE BOSE KADE.

AR KEDO NA AR KEDO NA
CHOLA VAJA DEBO
ABAR JODI KADO, TOBE-
TULE ACHAR DEBO.

ছোট শিশুদের ছড়া কবিতা আড়ি ভাব 


আড়ি আড়ি আড়ি
যাবো না তোর বাড়ি
বাঁকা আঙ্গুল নাড়ি,
আড়ি আড়ি আড়ি

ARI ARI ARI
KAL JABO BARI
BAKA ANGUL NARI
ARI ARI ARI.



মুখটা হলো হাঁড়ি,
চোখে জলের কাঁড়ি?
খেলবো বা কার সাথ,
ধরবো বা কার হাত?

MUKHTA HOLO HARI,
CHOKHE JOLER KARI?
KHELBO BA KAT SATH,
DHORO BA KAR HAT?


আড়িতে নেই লাভ
তোর সাথে মোর ভাব,
ভাব ভাব ভাব ।
আড়ি --সুকুমার রায় 

আড়ি ভাব

 
কিসে কিসে ভাব নেই? ভক্ষক ও ভক্ষ্যে-
বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে।

শেয়ালের সাড়া পেলে  কুকুরেরা তৈরি,
সাপে আর নেউলে ত চিরকাল বৈরি!


আদা আর কাঁচকলা মেলে কোনোদিন সে?
কোকিলের ডাক শুনে কাক জ্বলে হিংসেয়।

তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি?
ছ্যাঁক ছ্যাঁক রাগ যেন খেতে আসে এখনি।

তার চেয়ে বেশি আড়ি আমি পারি কহিতে-
তোমাদের কারো কারো কেতাবের সহিতে।

BENGALI CHILD POEM AARI - SUKUMAR ROY

বিদ্যে বোঝাই হাড়ি 


এসব কথা শুনলে তোদের লাগবে মনে ধাঁধা,
কেউ বা বুঝে পুরোপুরি কেউ বা বুঝে আধা।

করে বা কই কিসের কথা, কই  যে দফে দফে,
গাছের 'পরে কাঁঠাল দেখে তেল মেখ না গোঁফে।


একটি একটি কথায়  যেন সদ্য দাগে কামান,
মন বসনের ময়লা ধুতে তত্ত্বকথাই সাবান।

বেশ বলেছ, ঢের  বলেছ,ঐখেনে দাও দাঁড়ি,
হাটের  মাঝে ভাঙবে কেন বিদ্যে বোঝাই হাঁড়ি।

-সুকুমার রায়-

BIDDYE BOJHAI HARI- SUKUMAR ROY


Chotoder chora kobita - Khokababu

ফুটফুটে জোছনায় 

ফুটফুটে জোছনায় জেগে শুনি বিছানায়
বনে কারা গান গায় ঝিমিঝিমি ঝুমঝুম।



চাও কেন পিটিপিটি, উঠে পড় লক্ষ্মীটি!
চাঁদ চায় মিটিমিটি, বনভূমি নিঝ্ঝুম।


ফাল্গুনে বনে বনে, পরীরা যে ফুল বোনে
চলে এসো ভাইবোনে, চোখ কেন ঘুমঘুম?

--মোহিতলাল মজুমদার--

প্যাঁক প্যাঁক হাঁস চলে

ওই দ্যাখো প্যাঁক প্যাঁক

হাঁস গুলো চলে,
খালে বিলে ঝিলে ওরা
চলে দলে দলে।
টুপ-টাপ দেয় ডুব

দজ্জাল কাক

কুচকুচে কালো রঙ
কর্কশ ডাক,
সারাদিন দুষ্টুমি
দজ্জাল কাক।



পেটুকের শিরোমণি
দিনভর চুরি,
উঁকিঝুঁকি ঘরে-ঘরে
শুধু ঘোরাঘুরি।

খাবার দেখলে পরে
মিটিমিটি চায়,
ফাঁক পেলে ঠোঁটে নিয়ে
তখুনি পালায়।।

BANGLA CHORA - DARJAL KAK

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন