ছোটদের কবি সুকুমার রায়ের ছড়া কবিতা - ছুটি
ছুটি ! ছুটি ! ছুটি !
ঘুচলো এবার পরার তারা অঙ্ক কাটাকুটি
দেখবো না আর পন্ডিতেরে ঐ রক্ত আখি দুটি।
আর যাব না স্কুল এর পানে নিত্য গুটি গুটি
এখন থেকে কেবল খেলা কেবল ছুটোছুটি।
পাড়ার লোকের ঘুম ছুটিয়ে আইরে সবাই জুটি
গ্রীষ্মকালের দুপুর রোদে গাছের ডালে উঠি
আইরে সবাই হল্লা করে হরেক মজা লুটি
একদিন নই দুইদিন নই দুই দুই মাস ছুটি।
Kabita Chuti, Kabi Sukumar Roy
Kabita Chuti, Kabi Sukumar Roy
Tags:
কাজী নজরুল ইসলাম