ছুটি - সুকুমার রায় - ছড়া কবিতা

ছোটদের কবি সুকুমার রায়ের ছড়া কবিতা - ছুটি 

Kabi Sukumar  Rai er  kabita Chuti

ছুটি ! ছুটি ! ছুটি !
মনের খুশি রয়না মনে হেসেই লুটোপুটি।
সংগৃহিত মজার গল্প ll ছড়া ও কবিতা 
ঘুচলো এবার পরার তারা অঙ্ক কাটাকুটি 
দেখবো  না আর পন্ডিতেরে ঐ রক্ত আখি দুটি। 
আর যাব না স্কুল এর পানে নিত্য গুটি গুটি 
এখন থেকে কেবল খেলা কেবল ছুটোছুটি। 
পাড়ার লোকের ঘুম ছুটিয়ে আইরে সবাই জুটি
গ্রীষ্মকালের দুপুর রোদে গাছের ডালে উঠি
 
আইরে সবাই হল্লা করে হরেক মজা লুটি 
একদিন নই দুইদিন নই দুই দুই মাস ছুটি।

Kabita Chuti, Kabi Sukumar Roy

নবীনতর পূর্বতন