ছোট শিশুদের কবিতা ছড়া - বর্গী এল দেশে
চুলবুল বুলবুল কোন্ পাখি তার তুল?
বর্গী এল দেশে
খোকা ঘুমাল, পাড়া জুড়াল
বর্গী এল দেশে,
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে?
ধান ফুরাল, পান ফুরাল
এখন উপায় কি?
আর কটা দিন সবুর করো
রসুন বুনেছি ।
BORGI ELO DESHE
Tags:
ছোটদের কবিতা