কবিতা লেখার রাত ভিজে গেছে অঘ্রানের উদাসীনতায় - পুর্ণেন্দু পত্রী

গায়ত্রী মন্ত্রের আলো

পুর্ণেন্দু পত্রী


কবিতা লেখার রাত
ভিজে গেছে অঘ্রানের উদাসীনতায়।
সব ক্ষীপ্র অত্যুৎসাহে
উদ্যোগে ও কর্মকাণ্ডে আজ লেগে আছে
শিশিরের সাদা ফোঁটা
জল বসন্তের গুচ্ছ বীজ।

Gayitri montrer alo Purnendu Potri

পালের নাও - জসীমউদ্দীন 

সাদা বালি, লাল বালি
বারুদ গুড়োর গূঢ় বালি
চরাচর থেকে উড়ে আমাদের জানালার গায়।
বিস্ফোরণে পুড়ে পুড়ে বাতাসের নীল কন্ঠনালী
তবু ন্যায়-নীতি মেনে কি জানাতে চায়
শুনে রাখা ভাল।

পায়ে রক্তদাগ,
সূর্যে রাহুর দাঁতের কালো ছায়া।
সন্ত্রাসের মেঘ চিরে
প্রসবব্যথার চোখে নক্ষত্রেরা তাকিয়ে রয়েছে
কবিতার দিকে,
গায়ত্রী মন্ত্রের আলো চেয়ে।

Gayatree Mantrer Alo - Purnendu Potri

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন