বাংলাদেশ
- সত্যেন্দ্রনাথ দত্ত
কোন দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল ?
কোন দেশেতে চলতে গেলে
দলতে হয় রে দূর্বা কোমল ?
কোথাও ফলে সোনার ফসল
সোনার কমল ফোটে রে ?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরই বাংলা রে ।
BANGLADESH - SATENDRA NATH DUTTA
Tags:
সত্যেন্দ্রনাথ দত্ত