আমরা যখন ছোট্ট ছিলাম - আশাপূর্ণা দেবী

আমরা যখন ছোট্ট ছিলাম --
বড্ড ভারী লক্ষ্মী ছিলাম !
লক্ষ্মী ছিলাম ! লক্ষ্মী ছিলাম !


সাত চড়ে 'রা' কাড়তাম না |
ঘটি বাটি নাড়তাম না !
কুলকাসুন্দি আমের আচার
তাকের থেকে পাড়তাম না |

During our childhood a little poem by Asha Purna Devi


দুধের শেষটা ফেলতাম না,
ডানপিটেনি খেলতাম না,
গুরুজনের একটি কথাও--
এক্কেবারে ঠেলতাম না !
এক্কেবারে ঠেলতাম না !

পাখীর ছানা ধরতাম না |
দোয়াতে জল ভরতাম না |
আরো কতই করতাম না | কত কী যে করতাম না |
(মানে) যা ভালো সব করতাম, আর---
যা ভাল নয় করতাম না |
আমরা তো সব লক্ষ্মী ছিলাম !
যখন কি না ছোট্ট ছিলাম!

#Amra Jakhan Chotto Chilam - Ashapurna Devi

  

নবীনতর পূর্বতন