বীরবলের গল্প - ছোটদের গল্প

পাকা হিসাব 


দিল্লি শহরে একবার ইঁদুরের খুব উৎপাত হলো।  দিন রাত ইঁদুরের জ্বালায় মানুষ একেবারে অতিষ্ঠ।  আকবার বাদশা ঠিক করলেন , দিল্লিতে কত ইঁদুর বাস করে তার একটা হিসাব রাখবেন। কিন্তু হিসাব করবে কে ? 

লোকে বলল যে বীরবল পারবে ইঁদুরের হিসাব দিতে।  




বাদশা তখন বীরবল কে ডেকে বললেন - "দিল্লিতে কত ইঁদুর বাস করে তা গুনে বলতে হবে। "

বীরবল শুনে বললেন - "হুজুর হিসাব আমি অনেক আগেই করে রেখেছি।  "

বাদশা আকবার বললেন - "ইঁদুরের সংখ্যা কত ? "

বিরবল বললেন - "ওদের সংখ্যা হল দশ লক্ষ দশ হাজার একশো পঁয়তাল্লিশ। একেবারে পাকা হিসাব। "

বাদশা আকবার বললেন - "কেমন করে হিসাব দিলে ? গুনে যদি বেশি হয় ? "

বীরবল বললেন - " যদি বেশি হয় , তবে জানবেন কিছু ইঁদুর বাইরে থেকে দিল্লিতে বেড়াতে এসেছে। "

বাদশা বললেন - " আর যদি কম হয়। "

বীরবল বললেন - " যদি কম হয়, বুঝতে হবে কিছু ইঁদুর বন্ধুদের বাড়ি বেড়াতে গেছে।  "
বাদশা আকবার খুব খুশি হয়ে বললেন - "বীরবল তুমি ঠিক কথাই বলেছ। "

Tag :
Chotoder Birboler golpo. 
Birboler paka hisab.


মুক্ত দান 


একবার বীরবলের কাজে আকবার বাদশা খুশি হলেন।  তিনি বীরবল কে বললেন - "বীরবল, তোমাকে আমি একজোড়া মুক্ত দেব। "

অনেকদিন হয়ে গেলো।  তবুও বাদশা বীরবল কে মুক্ত দিলেন না।  শেষে একদিন বীরবল মুখ ফুটে মুক্ত জোড়া চাইলেন।  

বাদশা বললেন মনে আছে দেব। 

এরপর থেকে বীরবল মুক্তোর কথা বললে, বাদশা কোনো জবাব দিতেন না।  কেবল ঘর হেট্ করে থাকতেন।  

তারপর বীরবল মুক্ত জোড়া আর চাইতেন না। 

একদিন আকবার বাদশা আর বীরবল রাস্তা দিয়ে যাচ্ছেন।  এমন সময় একটা উট ঘাড় নিচু করে হেঁটে যাচ্ছে। 

বাদশা বললেন - "বীরবল, উটটা অমন ঘাড় নিচু করে হাটছে কেন ? তুমি কি বলতে পারো ? "

বীরবল বললেন - "হুজুর, উটটা বোধ হয় কাউকে একজোড়া মুক্তো দেবে বলেছিলো। কিন্তু এখন আর দেওয়ার ইচ্ছা নেই।  তাই ঘাড় নিচু করে চলে যাচ্ছে। "

বীরবলের কথা শুনে বাদশা খুব লজ্জা পেলেন।  প্রাসাদে ফিরে  এসে বীরবল কে একজোড়া মুক্তো দান করলেন।

Tag:
Chotoder Birboler golpo
Badsar mukto dan 

Tag: 
Birboler sathti majar golpo -
Birboler chordhara
Badsar mukto dan
Birboler Paka hisab
Duto kak
Katha moto kaj
Birboler bichar
Ardhek vag
Chotoder golpo

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন