চল রে চল সবে ভারত সন্তান - জোতিরিন্দ্রনাথ ঠাকুর

 


চল রে চল সবে ভারত সন্তান,
জোতিরিন্দ্রনাথ ঠাকুর

চল রে চল সবে ভারত সন্তান,

মাতৃভূমি করে আহ্বান ৷

চল রে চল সবে ভারত সন্তান,

মাতৃভূমি করে আহ্বান ৷

কিশোর - গোলাম মোস্তফা 

বীর দর্পে পৌরুষ গর্বে,

সাধ রে সাধ সবে দেশের কল্যাণ ৷

চল রে চল সবে ভারত সন্তান,

মাতৃভূমি করে আহ্বান৷


পুত্র ভিন্ন, মাতৃ দৈন্য, কে করে মোচন

পুত্র ভিন্ন, মাতৃ দৈন্য, কে করে মোচন

উঠ, জাগো, সবে বলো, মাগো 

তব পদে সপিনু পরাণ ৷

সবে ভারত সন্তান,

মাতৃভূমি করে আহ্বান ৷

চল রে চল সবে ভারত সন্তান,

মাতৃভূমি করে আহ্বান ৷


এক তন্ত্রে করো তপ, এক মন্ত্রে জপ

এক তন্ত্রে করো তপ, এক মন্ত্রে জপ

শিক্ষা-দীক্ষা, লক্ষ্য-মোক্ষ এক,

এক সুরে গাও সবে গান

দেশ-দেশান্তে যাও রে আনতে নব নব জ্ঞান

দেশ-দেশান্তে যাও রে আনতে নব নব জ্ঞান

নব ভাবে নবৎসাহে মাতো , উঠাও রে নবতর তান

সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান ৷

চল রে চল সবে ভারত সন্তান,

মাতৃভূমি করে আহ্বান ৷


লোক রঞ্জন, লোক গঞ্জন, না করি দৃকপাত

লোক রঞ্জন, লোক গঞ্জন, না করি দৃকপাত

যাহা শুভ, যাহা ধ্রুব ন্যায়, তাহাতে জীবন কর দান

দলাদলি সব ভুলি, হিন্দু-মুসলমান

এক পথে, এক সাথে চলো, উড়াইয়ে একতা নিশান

সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান৷

চল রে চল সবে ভারত সন্তান,

মাতৃভূমি করে আহ্বান ৷

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন