আমার সাথে পড়তে যাবি ।
কিচির মিচির কল কলাবি,
অনেক অনেক বন্ধু পাবি ।
👰👰👰
পাড়ার ছেলে কানাই
বরযাত্রী সঙ্গে যাবে
বাজিয়ে বিয়ের সানাই
🙉🙉🙉
তারা মাঠে পারে ডিম।
তাদের খাড়া দুটো শিং
তারা হাট টি মা টিম টিম ।
😾😾😾
কাটবিড়ালির সঙ্গে।
দামি দামি গয়না দেখো
সারা গায়ে অঙ্গে।
🐁🐭🐁
গেল মাসির বাড়ি।
প্যান্ট পড়েনি ন্যাংটা হয়ে,
চড়ে মটর গাড়ি।
🐯🐯🐯
তোর গড়গড়াটা কোই?
হলের্ গরু বাঘে খেয়েছে
পিঁপড়ে টানে মোই।
🐜🐜🐜
ছুটছে দেখো তাড়াতাড়ি।
খোকা যাবে শশুর বাড়ি
সঙ্গে নিয়ে মিষ্টির হাঁড়ি।
🦄🦄🦄
একা বসে চরকা কাটে।
গাভী - গরু দাঁড়িয়ে কেমন,
বাচ্চা গরুর গা চাটে।
🌙🌙🌙
🐽🐽🐽
ভুতের বাবা থাকে।
কেউ যদি কাঁদে তবে,
ঘর মটকায় তাকে।
🦜🦜🦜
টিয়ারাণী টিয়ারাণী
গায়ে সবুজ শাড়িখানি,
রঙ মেখেছে রাঙ্গা ঠোঁটে
দেখো কেমন বাহার ফোটে।
🐐🐐🐐
নাপিত ভায়ার কাছে।
তাই দেখে কুকুর নাচে,
উঠে তাল গাছে।
🐥🐥🐥
পিপঁড়ের গর্তে
পাখি বলে, যেতে পারি
শুধু এক শর্তে;
🐸🐸🐸
কোলা ব্যাঙের ছা
খায় দায় গান গায়
তাই - রে নাই - রে না।
🍌🍌🍌
আমি ভোলা।
মাথায় কি রে?
কাঁচকলা।
যাচ্ছিস কোথা?
রথতলা।
যাচ্ছিস কেন?
বেঁচতে কলা।
বেচবি কখন?
হাটের বেলা।
🎎🎎🎎
রাঙা মাথায় চিরুনি।
বর আসবে যখনি,
নিয়ে যাবে তখনি।