জল বাড়ছে, জল বাড়ছে -সুনীল গঙ্গোপাধ্যায়

 "জল বাড়ছে"

মন ভালো নেই  

-- সুনীল গঙ্গোপাধ্যায়  


কেউ জানে না, গোপন- গোপনে জল উঠছে

জল বাড়ছে তিস্তায়, জল বাড়ছে তোর্সা

রাইডাক কালজানি নদীতে

জল বাড়ছে, জল বাড়ছে, শুকনো নদীগুলো

এখন উন্মাদিনী

নেমে আসছে পাহাড়ী ঢল, ভেসে যাচ্ছে ফসলের ক্ষেত,

ছোটদের জন্য একগুছ বাংলা ছড়া 

ভেঙে পড়ছে চা-বাগান

ডুবছে গ্রাম, চুয়াপাড়া, হাসিমারা, বাকসাদুয়ার

জল বাড়ছে মহানন্দায়, জল বাড়ছে পুনর্ভবা

নাগর এবং কালিন্দীতে

ক্রুদ্ধ বিদ্রোহী জল ফুঁসে ফুঁসে উঠছে

ঝাপটা মারছে হাতে হাত মিলিয়ে

ভেঙে পড়ছে ভালুকা, রতুয়া, বলরামপুর, ইংলিশবাজার



ঘুমন্ত গ্রামগুলির ওপর দিয়ে হুড়হুড় করে

এগিয়ে আসছে জলস্রোত

জল বাড়ছে অজয়, মুন্ডেশ্বরী, কেলেঘাই নদীতে

জল বাড়ছে গঙ্গায়, পদ্মায়, যমুনায়, দামোদরে

জল বাড়ছে, জল বাড়ছে

রোগা জল, কালো জল, দুঃখী জল, ভীতু জল

বুকের পাঁজরার মতো, তানপুরায় টঙ্কারের মতো

উড়ন্ত রুমালের মতো

জলের চঞ্চল খেলা

শত-শত ভ্রমরীর সহসা দিগন্তে উড়ে যাওয়া

অন্তরীক্ষ জুড়ে একটা ঘোর শব্দ- যা সংগীত নয়

ফারাক্কা ডি-ভি-সি’র বাঁধে প্রবল ধাক্কা দিচ্ছে জল

যেন লক্ষ-লক্ষ বাহু-

এবার সব ভেঙে পড়বে

জল উপচে এসে বর্ধমান, আসানসোল, দুর্গাপুরে

শোনা যাচ্ছে সম্মিলিত গর্জন

ওরা আর পিছিয়ে যাবে না

জল বাড়ছে, জল বাড়ছে

সমস্ত ঘুম ভেঙে দেবে এবার

জল গড়িয়ে এসেছে কলকাতার ময়দানে

চতুর্দিকে থেকে শহরকে ঘিরে দৌড়ে আসছে ওরা

লাল, নীল, সবুজ বিভিন্ন রঙের

পতাকা ওড়ানো অফিসে দুমদাম করে

ধাক্কা দিচ্ছে জল

জল বাড়ছে, জল বাড়ছে

এইমাত্র তারা ঢুকে এলো অফিস পাড়ায়

বিনয় বাদল দীনেশের মতো দুর্দান্ত সাহসী জল

লাফিয়ে উঠে পড়লো রাইটার্স বিল্ডিংস এর বারান্দায়…..

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন