গানের জাল - রবীন্দ্রনাথ ঠাকুর - ছোড়া ও কবিতা
দেবে তুমি
কখন নেশায় পেয়ে
আপন- মনে
যে আকাশের সুরের লেখা লেখ
বুঝি না তা কেবল রহি চেয়ে।
হৃদয় আমার অদৃশ্যে যায় চলে,
প্রতিদিনের ঠিকঠিকানা ভোলে -
মৌমাছিরা আপনা হারায় যেন
গন্ধের পথ বেয়ে।
গানের টানা জালে
নিমেষ - ঘেরা বাধন হাথে
টানে অসীম কালে।
মাঠির আড়ালে করি ভেদন
সর্গলোকের আনে বেদন,
Tags:
রবীন্দ্রনাথ ঠাকুর