শিশুদের সুকুমার রায় ৮ টি ছড়া

অবাক কাণ্ড

Pic : Grunkle Stan Cartoon Character , created 2012, Source: Google

শুন্ দাদা! যে হোথায় বদ্যি বুড়ো থাকে,
সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে?
শুন্ছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে?
চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে?

চল্তে গেলে ঠ্যাং নাকি তার ভূয়েঁর পরে ঠেকে?
কান দিয়ে সব শোনে নাকি? চোখ দিয়ে সব দেখে?
শোয় নাকি সে মুণ্ডটাকে শিয়র পানে দিয়ে?
হয় না কি হয় সত্যি মিথ্যা চল্না দেখি গিয়ে!

আদুরে পুতুল 
Pic : Winnie the Pooh Cartoon Character , created 2016, Source: Google

গ্রীষ্মের কবিতা - সুকুমার রায় 

যাদুরে আমার আদুরে গোপাল, নাকটি নাদুস থোপ্না গাল,
ঝিকিমিকি চোখ মিট্মিটি চায়, ঠোঁট দুটি তায় টাট্কা লাল
মোমের পুতুল ঘুমিয়ে থাকুক্দাঁত মেলে আর চুল খুলে-
টিনের পুতুল চীনের পুতুল কেউ কি এমন তুলতুলে ?
গোব্দা গড়ন এমনি ধরন আব্দারে কেউ ঠোঁট ফুলোয় ?
মখমলি রং মিষ্টি নরম- দেখ্ কেমন হাত বুলোয় !
বল্বি কি বল্হাব্লা পাগল আবোল তাবোল কান ঘেঁষে,
ফোক্লা গদাই যা বলবি তাই ছাপিয়ে পাঠাই "সন্দেশে"

আলোছায়া 

Pic : Garnet (Steven Universe) Cartoon Character , created 2013, Source: Google

হোক্না কেন যতই কালো
এমন ছায়া নাইরে নাই-
লাগ্লে পরে রোদের আলো
পালায় না যে আপ্নি ভাই!..

শুষ্কমুখে আঁধার ধোঁয়া
কঠিন হেন কোথায় বল্‌,
লাগ্লে যাতে হাসির ছোঁয়া
আপ্নি গলে হয় না জল।।

কত বড় 

ছোট্ট সে একরতি ইঁদুরের ছানা,
ফোটে নাই চোখ তার, একেবারে কানা।
ভাঙা এক দেরাজের ঝুলমাখা কোণে
মার বুকে শুয়ে শুয়ে মার কথা শোনে।

যেই তার চোখ ফোটে সেই দেখে চেয়ে-
দেরাজের ভারি কাঠ চারিদিক ছেয়ে।
চেয়ে বলে মেলি তার গোল গোল আঁখি-
"
ওরে বাবা! পৃথিবীটা এত বড় নাকি?"

কেন সব কুকুরগুলো 

কেন সব কুকুরগুলো খামখা চ্যাঁচায় রাতে ?
কেন বল দাঁতের পোকা থাকেনা ফোক্লা দাঁতে ?
পৃথিবীর চ্যাপ্টা মাথা, কেন সে কাদের দোষে?-
এস ভাই চিন্তা করি দুজনে ছায়ায় বসে

দাদা গো দাদা 

Pic : Fred Flintstone Cartoon Character , created 1960, Source: Google

দাদা গো দাদা, সত্যি তোমার সুরগুলো খুব খেলে!

এম্‌‌নি মিঠে- ঠিক যেন কেউ গুড় দিয়েছে ঢেলে!
দাদা গো দাদা, এমন খাসা কণ্ঠ কোথায় পেলে?-
এই খেলে যা! গান শোনাতে আমার কাছেই এলে?
দাদা গো দাদা, পায়ে পড়ি তোর, ভয় পেয়ে যায় ছেলে-
গাইবে যদি ঐখেনে গাও, দিকে মুখ মেলে

নাচন 

নাচ্ছি মোরা মনের সাধে গাচ্ছি তেড়ে গান
হুলো মেনী যে যার গলার কালোয়াতীর তান।
নাচ্ছি দেখে চাঁদা মামা হাস্ছে ভরে গাল
চোখটি ঠেরে ঠাট্টা করে দেখ্না বুড়োর চাল।

ফসকে গেল 

Pic : Phineas & Ferb Cartoon Character , created 2007, Source: Google


দেখ বাবাজি দেখবি নাকি দেখরে খেলা দেখ চালাকি,
ভোজের বাজি ভেল্কি ফাঁকি পড়্ পড়্ পড়্ পড়বি পাখি - ধপ্!
লাফ দিয়ে তাই তালটি ঠুকে তাক করে যাই তীর ধনুকে,
ছাড়ব সটান উর্ধ্বমুখে হুশ করে তোর লাগবে বুকে - খপ্!
গুড়্ গুড়্ গুড়্ গুড়িয়ে হামা খাপ্ পেতেছেন গোষ্ঠ মামা
এগিয়ে আছেন বাগিয়ে ধামা এইবার বাণ চিড়িয়া নামা - চট্!
যা! গেল ফস্কে ফেঁসে - হেই মামা তুই ক্ষেপলি শেষে?
ঘ্যাচঁ করে তোর পাঁজর ঘেঁষে লাগ্ কি বাণ ছটকে এসে- ফট্?


সুকুমার রায়ের শিশু কবিতা গুচ্ছ

শিশুদের কবিতাস্থল

শিশুদের সুকুমার রায় ৮ টি ছড়া

সুকুমার রায়ের অসাধারণ ১০ টি কবিতা

শিশুদের আনন্দের চাবিকাঠি সুকুমার রায়ের কবিতা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন