কলঙ্কিনী রাই যে সে - যে নিষিদ্ধ প্রেমে মত্ত রাখাল

কলঙ্কিনী রাই

chotto chora kalankini rai bangla kabita


স্বামী সঙ্গ ত্যাজি, 
শ্বাশুরি - ননদ যাতনা সহি
ছুটে চলে রাই যমুনা পানে 
কানা-র বাঁশুরি শুনি।

Sri Krishna Lila Kalankini Rai

বস্ত্র লয়ে পালায় সে - যে 
করে নগ্ন জল কেলি, 
রাস লীলায় মত্ত সে - যে 
কলঙ্কিনী রাধার প্রেমের হরি।

Kabita Kalankini Rai Janmastami

কলঙ্কিনী রাই যে সে - যে 
নিষিদ্ধ প্রেমে মত্ত রাখাল, 
প্রেমের অকুল সাগরে নাও ভাসিয়ে 
কে করে আর সমাজের 
লাজ - বিচার ?



আর বাঁশি বাজবে না কুঞ্জবনে
আর রাধা আসবে না কুঞ্জবনে
কদম্ব ছায়ায় আর রাধা নাচবে 
না নূপুর চরণে ।



কথা ছিলো পুড়বো দু’জনে
অস্থির বেদনা নিয়ে ভরা জ্যোৎস্নার আগুনে
বিবাদ ভুলে ফোটাবো ফুল ঠোঁটের গুঞ্জনে 
যেমন কাঁদে কদম্বছায়া কাঁদে যমুনা বিরহের উচাটনে ।




থেকে থেকে হারাবো দু’জনে
সজল মূর্চ্ছা নিয়ে নিথর বাতাসেরবন্ধনে 
হৃদয় জুড়ে নিঃশ্বাসে রাধাকৃষ্ণ নামের স্পন্দনে
যেমন কাঁদে কদম্বছায়া কাঁদে যমুনা বিরহের উচাটনে ।


#জন্মাষ্টমী, #Janmastami2021, #HappyJanmastami, 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন