দেখা
সুনীল গঙ্গোপাধ্যায়
ভালো আছো?
- দেখো মেঘ , বৃষ্টি আসবে।
ভালো আছো?
- দেখো ঈশান কোনের আলো, শুনতে পাচ্ছো ঝড়?
- এইমাত্র চমকে উঠলো ধপধপে বিদ্যুৎ ।
ভালো আছো?
- তুমি প্রকৃতিকে দেখো।
- তুমি প্রকৃতি আড়াল করে দাঁড়িয়ে রয়েছো।
-- আমিতো অণুর অণু, সামান্যর চেয়েও সামান্য।
-- তুমি জ্বালাও অগ্নি, তোল ঝড়, রক্তে এতো উন্মাদনা।
- দেখো সত্যিকার বৃষ্টি, দেখো সত্যিকার ঝড়।
-- তোমাকে দেখাই আজও শেষ হয়নি,
-- তুমি ভালো আছো?
Kabi Sunil Gangapadhya er kobita Dekha, আসা করি কবিতাটি সকলের খুব ভালো লাগবে।
Tags:
সুনীল গঙ্গোপাধ্যায়