কাজী নজরুল ইসলামের খুব সুন্দর একটি কবিতা - আমি সকল বেলার পাখি
"আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে
উঠব আমি ডাকি।
"সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
'হয়নি সকাল, ঘুমোও এখন',
মা বলবেন রেগে।
বলব আমি- 'আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে নাক'?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ?
তোমার ছেলে উঠবে মা গো
রাত পোহাবে তবে।
Bangla Kabita , Tags: Ami hobo sakal belar pakhi - Kaji Najrul Islam ,
Chotto Chora , Chotoder Chora
Chotoder chora kabita PDF
Najrul Islam Kabita ,
Najrul Islam Kabita PDF,
Bangla Kabita PDF,
Chotoder Chora PDF
Bangla Chora Kabita PDF
Bangla Kabita Abriti
Bangla Kabita Samuho
Sisguder Bangal Chora
Tags:
কাজী নজরুল ইসলাম