আপন-পিয়াসী – কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের কবিতা আপন পিয়াসী 


Picture Chotoder Chora Kabita Apan Pyasi

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনার,
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারি তিয়াসী বাসনায়।।    



আমারই মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে,
কভু সে চকোর সুধা-চোর আসে
নিশীথে স্বপনে জোছনায়।।

মেঘবালিকা, জয় গোস্বামী 

আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম,
অশনি-আলোকে হেরি তারে থির-বিজুলি-উজল অভিরাম।।
আমারই রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া,
সে মালা সহসা দেখিনু জাগিয়া,
আপনারি গলে দোলে হায়।।


Apan Piyasi - Kaji Najrul Islam

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন