বলিনি কখনো? আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে - শঙ্খ ঘোষ

শূন্যের ভিতরে ঢেউ

শঙ্খ ঘোষ


বলিনি কখনো?

আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।

এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে

সেই এক বলা

কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো

কোনো ভাষা নেই

কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে

যতদূর মুছে নিতে জানে

কবিতা লেখার রাত ভিজে গেছে অঘ্রানের উদাসীনতায় - পুর্ণেন্দু পত্রী

SUNNER VETORE DHEU


দীর্ঘ চরাচর

তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই।

কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ ট্রাম

সকলেই চেয়েছে আশ্রয়

সেকথা বলিনি? তবে কী ভাবে তাকাল এতদিন

জলের কিনারে নিচু জবা?

শূন্যতাই জানো শুধু? শূন্যের ভিতরে এত ঢেউ আছে

সেকথা জানো না?


Sunner Vitire Dheu - Kabi Sankha Ghosh


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন