কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে - অমিয় চক্রবর্তী

বৃষ্টি

অমিয় চক্রবর্তী


কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে।

ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে।

শহরের পথে দ্রুত অন্ধকার।

লুটোয় পাথরে জল, হাওয়া তমস্বিনী;

আকাশে বিদ্যুৎজ্বলা বর্শা হানে


ছবিতে আট টি ছোটদের ছড়া


ইন্দ্রমেঘ;

কালো দিন গলির রাস্তায়।

কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

নিবিষ্ট ক্রান্তির স্বর ঝরঝর বুকে

অবারিত।

চকিত গলির প্রান্তে লাল আভা দুরন্ত সিঁদুরে

পরায় মূহুর্ত টিপ,

নিভে যায় চোখে

কম্পিত নগরশীর্ষে বাড়ির জটিল বোবা রেখা।

বিরাম স্তম্ভিত লগ্ন ভেঙে

আবার ঘনায় জল।

বলে নাম, বলে নাম, অবিশ্রাম ঘুরে-ঘুরে হাওয়া

খুঁজেও পাবে না যাকে বর্ষায় অজস্র জলধারে।


BANGLA KABITA BRISTI AMIO


আদিম বর্ষণ জল, হাওয়া, পৃথিবীর।

মত্ত দিন, মুগ্ধ ক্ষণ, প্রথম ঝঙ্কার

অবিরহ,

সেই সৃষ্টিক্ষণ

স্রোত:স্বনা

মৃত্তিকার সত্তা স্মৃতিহীনা

প্রশস্ত প্রচীর নামে নিবিড় সন্ধ্যায়,

এক আর্দ্র চৈতন্যের স্তব্ধ তটে।

ভেসে মুছে ধুয়ে ঢাকা সৃষ্টির আকাশে দৃষ্টিলোক।

কী বিহ্বল মাটি গাছ, দাঁড়ানো মানুষ দরজায়

গুহার আঁধারে চিত্র , ঝড়ে উতরোল

বারে-বারে পাওয়া, হাওয়া, হারানো নিরন্ত ফিরে-ফিরে-

ঘনমেঘলীন

কেঁদেও পাবে না যাকে বর্ষায় অজস্র জলধারে।



Bristi - Amio Chakraborty 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন