(১) প্রনাম
রাস্তায় পুরনো ছাত্রের সাথে শিক্ষক মশাইর হঠাৎ দেখা।ছাত্রের বাম হাতে ছিল জ্বলন্ত সিগারেট।
সাথে সাথে বাম হাতটা পেছনে নিয়ে ডান হাত দিয়ে মাথা নিচু করে শিক্ষকের চরণ স্পর্শ করলো।
শিক্ষক ছাত্রের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন - আজকাল তো এসব উঠেই গেছে রে বাবা, এক তোমাকেই পেলাম যে একেবারে ধুপ-ধুনা জ্বালিয়ে নতজানু হয়ে প্রাক্তন শিক্ষককে প্রনাম করলে।
শিক্ষক ছাত্রের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন - আজকাল তো এসব উঠেই গেছে রে বাবা, এক তোমাকেই পেলাম যে একেবারে ধুপ-ধুনা জ্বালিয়ে নতজানু হয়ে প্রাক্তন শিক্ষককে প্রনাম করলে।
(২) পথ সুরক্ষা
শহরে পথ সুরক্ষা সপ্তাহ চলছিলো । একটি মেয়ে ফ্যামিলি সহ গাড়ি চালাচ্ছিলো । ঐ সময়ই মাইক-ক্যামেরা হাতে এক সাংবাদিককে সঙ্গে নিয়ে এক জন ট্রাফিক পুলিশ এসে গাড়ি থামিয়ে মেয়ে টিকে বললঃ ম্যাডাম , এখন পথ সুরক্ষা সপ্তাহ চলছে, আর আপনি যেহেতু সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাচ্ছেন তাই আপনাকে ২৫০০ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। আপনি এই পুরস্কার মুল্য দিয়ে কি করতে চান ? মেয়েটি আনন্দে চোখে জল নিয়ে বললঃ আমি এই টাকা দিয়ে আমার ড্রাইভিং লাইসেন্স বানাবো। পাশের সিটে বসে থাকা মেয়েটির মা বললঃ না স্যার, এর কথা বিশ্বাস করবেন না । ও মদ খেলেই এরকম উল্টোপাল্টে বলে । পেছনের সিটে মেয়েটির বাবা ঘুমাচ্ছিলো । ঘুম থেকে উঠেই পুলিশ কে দেখে বললঃ আমি জানতাম , চুরির গাড়ি নিয়ে বেশী দূর যাওয়া যাবে না ।
(৩) দাঁতের পাটি
দাঁতের ডাক্তারকে ঠাকুমা বলল : "অ ডাগতার,দাঁত তুলতে পারিস ?"ডাক্তার বলল : "আমি তো ডেন্টিস্ট । দাঁত নিশ্চয়ই তুলতে পারি ।"
ঠাকুমা বলল: "তবে চল দিকি বাবা,দাঁতগুলো তুলে দিবি ।"
ডাক্তার : "কোথায় ?"
ঠাকুমা : "আর বলিস না । পুকুরে ডুব দিতে গে আমার
বাঁধানো দাঁতের পাটি টুপ করে পড়ে গেল ।
চল বাবা , তুলে দিবি ।"
(৪) মহাপুরুষ!
১। চার্জার থেকে নিজের ফোন খুলে অন্যের ফোন লাগিয়ে দেওয়ার চেয়ে বড় আত্মত্যাগ আর নেই।- ভগবান আপনার মঙ্গল করুন!
২। আপনি যত ভালো কাজই করুন না কেন, লোকে কিন্তু তার কথাই বলে, যে ধার নিয়ে মারা গেছে।
- ইস্, টাকাটা মেরে দিলো ভাই!
৩। আজকাল মা-বাবাদের মাথা ব্যাথার কারন মাত্র দু'টো:
- ইন্টারনেটে ছেলে কি ডাউনলোড করছে আর মেয়ে কি আপলোড করছে।
৪। জঙ্গলে চড়তে যাওয়া মোষ, বন্ধুদের সাথে দারু পার্টিতে বসা পুরুষ আর বিউটি পার্লারে যাওয়া মহিলা - মিল কোথায়?
- কেউ বাড়ি ফেরার নাম করে না।
৫। বিবাহিত পুরুষেরা, মাত্র দুটো কারনেই বাড়িতে থাকতে ভালোবাসে:
- বৌ নতুন হলে অথবা বৌ না থাকলে।
৬। একটা বোকা লোক, বৌকে বলে, "মুখটা একটু বন্ধ রাখো।"
আর একটা বুদ্ধিমান লোক বলে, "তুমি চুপ করে থাকলে, তোমাকে খুব কিউট লাগে!"
৭। কোনো কিছুই খুব বেশি ভালো না, সে ভগবানকে স্মরণ করাই হোক না কেন!
যেদিন ভগবান আপনাকে স্মরণ করবে, সেদিন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন।
৮। যে পুরুষ আজকের দিনে বৌ, স্মার্টফোন আর চাকরির মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম, তিনি পুরুষই নন,
-মহাপুরুষ!
(৫) বাজি
এক বার কোনো এক শহরের সবচেয়ে বড় ব্যাঙ্কে একটি বুড়ি মহিলা গিয়েছিলো।ওই বুড়ি মহিলা ব্যাঙ্ক ম্যানেজারকে কে বললঃ আমি কিছু টাকা বাঙ্কে রাখতে চাই।
ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে?
বুড়ি বললঃ হবে ১০ লাখের মত...
ম্যানেজার বললঃ বাঃ ! আপনার কাছে বেশ ভালোই টাকা আছে। আপনি করেন কি?
বুড়ি বললঃ তেমন কিছু না খোকা । IPL এ বাজি লাগাই । আর বাকি সময় সবার সাথে যেকোনো ব্যাপারে বাজি খেলি।
ম্যানেজার বললঃ শুধু বাজি লাগিয়েই এত টাকা জমিয়েছো ? তাজ্জব ব্যাপার !
বুড়ি বললঃ তাজ্জবের কিছু নেই খোকা। আমি এখুনি বাজি ধরতে পারি যে , তোমার মাথায় ফলস চুল লাগানো।
ম্যানেজার হাসতে হাসতে বললঃ না দিদা। আমি এখনো যথেষ্ট যুবক ।আর মাথায় ফলস চুল লাগানো নেই।
তাহলে লাগাবে কি বাজি ? বুড়ি বলল।
ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পাগল মনে হচ্ছে । যাই হোক ১ লাখ টাকা ফ্রিতে কামানো যাচ্ছে , তো অত ভেবে লাভ কি...?
ম্যানেজার রাজি হয়ে গেলো...
বুড়ি বললঃ যেহেতু এক লাখ টাকার ব্যাপার তাই আমি কাল সকাল ১১ টায় আমার উকিল নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই প্রমান করা হবে। আপনি কি রাজি ?
ম্যানেজার বললঃ ঠিক আছে । আমি রাজি।
ম্যানেজারের রাতে ঘুম আসলো না, সারা রাত ঐ বুড়ি আর ১ লাখ টাকার কথা ভাবতে থাকে।
পরের দিন সকালে ঐ বুড়ি উকিল নিয়ে ঠিক ১১ টায় ম্যনেজারের কেবিনে এসে উপস্থিত।
বুড়ি ম্যানেজার কে বললঃ আপনি কি রেডি ?
ম্যানেজার বললঃ একদম রেডি।।
বুড়ি বললঃ যেহেতু প্রমানের দরকার তাই আমি আমার উকিলের সামনে আপনার চুল টেনে প্রমান করতে চাই যে চুল আসল না নকল।
ম্যনেজার ভাবল এক লাখ টাকার ব্যাপার, যাই হোক একটু চুল টানারই তো ব্যাপার। তাই সে রাজি হয়ে গেলো।
বুড়ি ম্যানেজার এর পাশে গেলো আর চুল ধরে টানতে শুরু করল । আর ঠিক ঐ সময়ই কেনো জানি উকিলটা দেওয়ালে মাথা ঠুকতে শুরু করে দিলো।
ম্যানেজার বলে উঠেঃ আরে আরে উকিল বাবু কি হলো ???
বুড়ি হাসতে হাসতে বললঃ কিছু না । শক খেয়েছে । আসলে ওর সাথে ৫ লাখ টাকার বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক ১১ টায়, শহরের সবথেকে বড় বাঙ্কের মানেজারের চুলের মুঠি ধরে টানব ।
(৬) রসগোল্লা
বউ রসগোল্লা খাচ্ছিল.....বর ঢোঁক গিলে কাঁচুমাচু মুখে বলল,"আমাকেও একটু টেস্ট করতে দাও।"
বউ হাঁড়ি থেকে একটা রসগোল্লা বরের হাতে তুলে দিল।
বর (অবাক হয়ে) :
"মাত্র একটা!!!!"
বউ চার নম্বর রসগোল্লাটা মুখে পুরে ঠোঁটের পাশ দিয়ে গড়ানো রসটা নিপুণ হাতে ম্যানেজ করতে করতে বলল,
"বাকি রসগোল্লাগুলোর টেস্টও একই রকম।"
(৭) পোস্ট সামলে
এক মহিলা কোমায় ছিলেন কিন্তু ডাক্তার ভুল করে তাকে মৃত ঘোষনা করে দিল।দাহ করার জন্যে শব যাত্রা যাওয়ার সময় লাইট পোস্টে ধাক্কা লেগে বডি নীচে পরে যেতে ঝটকা লেগে মহিলাটির জ্ঞান ফিরে এল। তরিঘরি তাকে বাড়ি নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোলা হল।
এর বেশ ক বছর পরে মহিলাটি অসুখে ভুগে নর্মালি মারা গেলেন।
আবার দাহ করার জন্যে শব যাত্রা চলেছে। শববাহক রা সমস্বরে বলে চলেছে - বল হরি হরি বোল
সামনে সামনে স্বামী বলতে বলতে চলেছেন " পোস্ট সামলে পোস্ট সামলে "
(৮) মা যা বলে তাই করে
একটি শিশু তার মাকে জিগ্গাসা করলো :
" মা , আমার কতো বছর হলে তোমাকে না বলে বাইরে যেতে পারবো আর বন্ধুদের সাথে মজা করতে পারবো ??"
অসাধারণ , হৃদয়স্পর্শী উত্তর দিলেন ওই মা ;
" তোমার বাবাই এখনও ওই বয়সে পৌঁছাতে পারে নি , সোনা " !!!!!
ক্লাসে নতুন ছাত্র এসেছে।
শিক্ষকঃ খোকা তোমার বাবা কী করেন?
ছাত্রঃ " মা যা বলে তাই করে।"
(৯) চোর চোর মনে হয়
আগে দোকানে লেখা থাকতো- গ্রাহক ঈশ্বর ।বেশ দেবতা দেবতা ভাব আসতো।
এখন লেখা থাকে - আপনি সিসিটিভির নজরে আছেন।
নিজেকে
চোর চোর মনে হয়।
(১০) আগে টয়লেট বানা
পল্টু ফেসবুকে পোষ্ট করলো-
"আমিও তাজমহল বানিয়ে
ফেলতাম , যদি একজন
মুমতাজ পেতাম।"
পচা-র মা কমেন্টে লিখলো-
"আগে টয়লেট বানা, গোটা
পরিবার লোটা নিয়ে, ভোরবেলা
মাঠে যাচ্ছিস।"
এক গৃহবধূ গ্যাসের ডিলার কে ফোন করতে গিয়ে ভুল করে গাইনি ডাক্তারকে :
"আচ্ছা, ডেলিভারির কদিন পরে আবার বুক করা যাবে?"
ডাক্তার: "তা ছ-সাত মাসের আগে তো নয়ই।"
গৃহবধূ: "সে কি। তাহলে এতোদিন খাবো কী?"
ডাক্তার: "কেন? ওরাল পিল!"
(১২) বাংলা পরীক্ষার প্রশ্নপত্র
"আমিও তাজমহল বানিয়ে
ফেলতাম , যদি একজন
মুমতাজ পেতাম।"
পচা-র মা কমেন্টে লিখলো-
"আগে টয়লেট বানা, গোটা
পরিবার লোটা নিয়ে, ভোরবেলা
মাঠে যাচ্ছিস।"
(১১) ভুল-ভুলাইয়া হাসি।
এক গৃহবধূ গ্যাসের ডিলার কে ফোন করতে গিয়ে ভুল করে গাইনি ডাক্তারকে :
"আচ্ছা, ডেলিভারির কদিন পরে আবার বুক করা যাবে?"
ডাক্তার: "তা ছ-সাত মাসের আগে তো নয়ই।"
গৃহবধূ: "সে কি। তাহলে এতোদিন খাবো কী?"
ডাক্তার: "কেন? ওরাল পিল!"
(১২) বাংলা পরীক্ষার প্রশ্নপত্র
রবীন্দ্রনাথকে নিয়ে রচনা লেখো।
জনৈক ছাত্রের উত্তর...
"রোবিন্দনাথ বিটিসের পোতিবাদে নাইটি ত্যাগ করেন। জালিবাগে বিটিসরা যে বাওয়াল করেছিলো, তারপর রোবিন্দনাথ নাইটি ছেড়ে জোব্বা পরতেন।"
পরীক্ষক এখোনো বেহুঁশ।
জনৈক ছাত্রের উত্তর...
"রোবিন্দনাথ বিটিসের পোতিবাদে নাইটি ত্যাগ করেন। জালিবাগে বিটিসরা যে বাওয়াল করেছিলো, তারপর রোবিন্দনাথ নাইটি ছেড়ে জোব্বা পরতেন।"
পরীক্ষক এখোনো বেহুঁশ।
NICE ARTICLE !
উত্তরমুছুনLIST OF UPCOMING MOVIES 2022 HERE
GOA, A NICE PLACE FOR TRAVEL
CHICKEN DAY CELEBRATION
FESTIVALS OF INDIA
POSTERS OF MOVIE 2020