ছড়া কবিতার মজাদার ১০ টি ছড়া :
চুপি চুপি
বলব কি ভাই হুগলি গেলুম
বলছি তোমায় চুপি-চুপি-
দেখতে পেলাম তিনটে শুয়োর
মাথায় তাদের নেইকো টুপি।।
আরাম
শঙ্খ ঘোষ
ঘুম ভেঙে দেখি আজপাখিদের কূজনে
বাবা আছে মা-ও আছে
দুই পাশে দুজনে।
ওই ঘরে ঘুমভরে
জিজি আছে বেঘোরে
পুতুলেরা টুংটাং
নেচে ওঠে এ ঘরে।
এদিকে আজান আর
ওইদিকে সিয়ারাম
সব আছে ঠিকঠাক
আঃ! আজ কি আরাম!
Bangla kabita : Aaram Sankha Ghosh
Chotoder bangla kabita Aaram Kabi Sankha Ghosh
Sankha Ghoser Kabita Aaram
Aram - Sankha Ghosh
গাছ
Chotoder Chora - Gach
Collected from - Sarbasiksha Abhijan , Unicef
Chora Chora - 1
Chotoder Kabita Gach
Gach Chotto Chora
হাতি
"তোমরা নাকি দাঁত মাজনা?"
এই না বলে মিঠি
সবুজ বনের হাতির কাছে
পাঠিয়ে দিলে চিঠি।
উত্তরে তার লিখল হাতি,
"মিঠি প্রিয়ভাজন,
কি করি ভাই -
কেউ আমাদের
দেয় না কিনে মাজন।"
BANGLA CHORA - HATI
এমন যদি হতো
বাঘের মুখে ঝুলত যদি রামছাগলের দাড়ি,শুয়োর যদি পাখির মত , উড়ত ডানা নাড়ি ,
গাছের ডালে বসে বাঁদর, গোঁফে দিত চারা,
হুতুম প্যাঁচা আসত ছুটে বাগিয়ে বিষম দাঁড়া,
উত্সাহেতে ধোপার গাধা গাইত যদি গান,
দেখে শুনে চমকে তবে উঠত না কার প্রাণ।
JODI EMON HOTO
JODI EMON HOTO
বাবুই
বাবুই পাখির বাসা দোলে
গাছের ডালে পাতার কোলে।
ঝুলছে যেন বোতলখানা
বাজার থেকে সদ্য আনা।
ঘরের মাঝে রাত্রি হলে
জোনাক পোকার পিদিম জ্বলে।
বাবুই পাখির বাসাটি
দেখতে কেমন খাসাটি!
BANGALA CHORA KOBITA - BABUI
BANGALA CHORA KOBITA - BABUI
ডলি ডলি
মোরগ
মোরগ মোরগ মোরগ-টি
মাথার পরে লাল ঝুঁটি,
উচ্চে তুলে পুচ্ছ তার
করছে দেখো কি চিৎকার!
বাচ্চা নিয়ে মুরগি-টি
ওই যে কণা খায় খুঁটি,
হেথায় হোথায় ডিম পাড়ে
কোঁকর কোঁকর ডাক ছাড়ে।।
Tags:
ছোটো দের ছড়া
Nice article post !!! For various historical Indian events Click Here For Visit this Site thanks ....
উত্তরমুছুনKhub valo.
উত্তরমুছুন