মজাদার ১০ টি ছড়া ll ডলি ডলি ll বাবুই ll হাতি ll এমন যদি হতো ll চুপিচুপি ll মোরগ ll গাছ llপেঁচা পেঁচানি ll আরাম ll ছড়া কবিতা

ছড়া কবিতার মজাদার ১০ টি  ছড়া : 

চুপি চুপি 

bangla chora kabita chupi chupi

বলব কি ভাই হুগলি গেলুম
বলছি তোমায় চুপি-চুপি-
দেখতে পেলাম তিনটে শুয়োর
মাথায় তাদের নেইকো টুপি।।

--সুকুমার রায়--

CHUPI CHUPI - SUKUMAR ROY

আরাম 

শঙ্খ ঘোষ 

ঘুম ভেঙে দেখি আজ
পাখিদের কূজনে
বাবা আছে মা-ও আছে
দুই পাশে দুজনে।

ওই ঘরে ঘুমভরে
জিজি আছে বেঘোরে
পুতুলেরা টুংটাং
নেচে ওঠে এ ঘরে।

এদিকে আজান আর 
ওইদিকে সিয়ারাম
সব আছে ঠিকঠাক 
আঃ! আজ কি আরাম!

Bangla kabita : Aaram Sankha Ghosh
Chotoder bangla kabita Aaram Kabi Sankha Ghosh
Sankha Ghoser Kabita Aaram
Aram - Sankha Ghosh

গাছ 



Chotoder Chora - Gach
Collected from - Sarbasiksha Abhijan , Unicef
Chora Chora - 1

Chotoder Kabita Gach
Gach Chotto Chora

হাতি 


"তোমরা নাকি দাঁত মাজনা?"
এই না বলে মিঠি
সবুজ বনের হাতির কাছে
পাঠিয়ে দিলে চিঠি।


উত্তরে তার লিখল হাতি,
"মিঠি প্রিয়ভাজন,
কি করি ভাই -
কেউ আমাদের
দেয় না কিনে মাজন।"  

BANGLA CHORA - HATI

এমন যদি হতো

বাঘের মুখে ঝুলত যদি রামছাগলের দাড়ি,
শুয়োর যদি পাখির মত , উড়ত ডানা নাড়ি ,
গাছের ডালে বসে বাঁদর, গোঁফে দিত চারা,

হুতুম প্যাঁচা আসত ছুটে বাগিয়ে বিষম দাঁড়া,
উত্সাহেতে ধোপার গাধা গাইত যদি গান,
দেখে শুনে চমকে তবে উঠত না কার প্রাণ।

JODI EMON HOTO


বাবুই

বাবুই পাখির বাসা দোলে
গাছের ডালে পাতার কোলে।
ঝুলছে যেন বোতলখানা
বাজার থেকে সদ্য আনা।



ঘরের মাঝে রাত্রি হলে
জোনাক পোকার পিদিম জ্বলে।
বাবুই পাখির বাসাটি
দেখতে কেমন খাসাটি!

 BANGALA CHORA KOBITA - BABUI

ডলি ডলি 


ডলি ডলি ডলি,
একটি মেয়ের কথাই বলি। 
এক পকেটে পুতুল ,
আর পকেটে তেঁতুল ।
তেঁতুল ভেবে পুতুল খেয়ে 
মুখ ভর্তি তুলো। 
ডলি একটুখানি ভুলো।

মোরগ

মোরগ মোরগ মোরগ-টি
মাথার পরে লাল ঝুঁটি,

উচ্চে তুলে পুচ্ছ তার
করছে দেখো কি চিৎকার!

বাচ্চা নিয়ে মুরগি-টি
ওই যে কণা খায় খুঁটি,

হেথায় হোথায় ডিম পাড়ে
কোঁকর কোঁকর ডাক ছাড়ে।।

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন