গত ২৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে বুদ্ধদেব গুহশেষ নিশ্বাস ত্যাগ করেন সঙ্গে রেখে জান অনবদ্য কিছু সৃষ্টি।
বুদ্ধদেব গুহর ১৪ টি গল্প উপন্যাস অনবদ্য সৃষ্টি
মন্দ মেয়ের উপাখ্যান
বহু কালজয়ী উপন্যাসের স্রষ্টা বুদ্ধদেব গুহ। হলুদ বসন্ত উপন্যাসের জন্য ১৯৭৭ সালে আনন্দ পুরস্কার পান। ছোটদের জন্য তার প্রথম বই ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’। এছাড়াও, উল্লেখযোগ্য বইগুলি হল মাধুকরী, সবিনয় নিবেদন, জঙ্গলমহল, চানঘরে গান।
একটু উষ্ণতার জন্য
মাধুকরী
জলতরঙ্গ
মমির অভিশাপ কাকাই
বুদ্ধদেব গুহর ১৪ টি গল্প উপন্যাস
ছোটদের জন্য যেমন ছিল ঋজুদার সঙ্গে জঙ্গলে ঠিক তেমনই বাবলি, কোয়েলের কাছে, জলছবি, কুমুদিনী পরিণত মনকে আকর্ষণ করেছে বারে বারে।
হেমন্ত বেলায়
ফাগুন বৌ
ঋজুদা
জাকারান্ডার জঙ্গল
Tags:
বুদ্ধদেব গুহ