বাবুরাম সাপুড়ে - সুকুমার রায়

বাবুরাম সাপুড়ে
কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা,
দুটো সাপ রেখে যা!

Snake of Sukumar Roy


যে সাপের চোখ নেই,
শিং নেই নখ নেই,
ছোটে না কি হাঁটে না,
কাউকে যে কাটে না,

করে নাকো ফোঁস ফাঁস,
মারে নাকো ঢুঁসঢাঁস,
নেই কোনো উৎপাত,
খায় শুধু দুধভাত,

সেই সাপ জ্যান্ত
গোটা দুই আন তো,
তেড়ে মেড়ে ডাণ্ডা
করে দিই ঠাণ্ডা।।

 --সুকুমার রায়--

BABURAM SAPURE : SUKUMAR ROY


আরও কবিতা আরও ছড়া 
নবীনতর পূর্বতন