গ্রাম বাংলার হাটের কবিতা - ছোট্টছড়া

হাট - রবীন্দ্রনাথ ঠাকুর 


Hat i.e local market of village called in Bengali term

কুমোর-পাড়ার গোরুর গাড়ি
বোঝাই করা কলশি-হাঁড়ি.
গাড়ি চালায় বংশীবদন,
 সঙ্গে যে যায় ভাগ্নে মদন।

কিশোর / গোলাম মোস্তফা


হাট বসেছে শুক্রবারে
বক্‌শিগঞ্জে পদ্মাপারে।
জিনিসপত্র জুটিয়ে এনে
গ্রামের মানুষ বেচে কেনে।

ফড়িং বাবুর বিয়ে


উচ্ছে বেগুন পটল মুলো,
বেতের বোনা ধামা কুলো,
সর্ষে ছোলা ময়দা আটা,
শীতের র‍্যাপার নকশা কাটা,

ঝাঁঝরি কড়া বেড়ি হাতা,
শহর থেকে সস্তা ছাতা।
কলশি ভরা এখো গুড়ে
মাছি যত বেড়ায় উড়ে।

খড়ের  আঁটি নৌকো বেয়ে
আনল ঘাটে চাষির মেয়ে।

অন্ধ কানাই পথের 'পরে
গান শুনিয়ে ভিক্ষে করে।
পাড়ার ছেলে স্নানের ঘাটে
জল ছিটিয়ে সাঁতার কাটে।।

 --রবীন্দ্রনাথ ঠাকুর--

HAAT - RABINDRANATH THAKUR

নবীনতর পূর্বতন