উত্তরের হাহাকার: সাম্প্রতিক ঘটে যাওয়া উত্তরবঙ্গের ভয়ানক বন্যা নিয়ে স্বরচিত একটি কবিতা

সাম্প্রতিক ৫ই অক্টোবর ২০২৫ ঘটে যাওয়া উত্তরবঙ্গের ভয়ানক বন্যা নিয়ে স্বরচিত একটি কবিতা।


চারিদিকে চিৎকার

হাহাহার 


ভেসে যাওয়া মানুষ গুলো হারিয়ে গেলো কোথায় ?

কেউ বাঁচলো প্রাণে,

আর ... কেউ গেলো স্বশানে.


এক সকালের বান

প্রচন্ড জলের টান,

কে কোথায়?

বাঁচাবে কে?

বাঁচুক তো জানপ্রাণ.


ছড়িয়ে গেলো, ছিটিয়ে গেলো

হলো লন্ডভন্ড.

প্রচন্ড জলের তোরে,

মানুষ দাঁড়িয়ে থাকতে পারলো না দু দন্ড.


থর থর করে কাঁপছে ওঁরা

খুঁজছে উঁচু স্থান.

কোথায় হাঁড়ি? কোথায় বাসন?

বাঁচুক তো যান প্রাণ.


অক্টোবরে 5 তারিখ

দুর্বিসহ সকাল

এক বানের তোরে 

কেটে গেলো জীবনের সব তাল.



ভেঙে গেছে ঘর.

ঢুকে গেছে পলি,

অস্বাভাবিক চারিদিক

চেনা যায়না অলী গলি.


কোলের শিশুর জোটেনি দুধ

সারাদিন অনাহার,

ভেসে গেলো জামা কাপড় বই কাগজ

চারিদিক ছারখার.


একদিন হলো পার

দুয়ারে এলো সরকার.

অনেককেই করা গেলো উদ্ধার

বসল ক্যাম্প, জুটলো খাবার.


রাস্তা গেছে উড়ে,

যোগাযোগ সব বন্ধ.

নদী পেরিয়ে এলো ত্রাণ

শিশুদের সেই আনন্দ.


জামা এলো, জুতো এলো

এলো খাবার কত.

কিন্তু..... যা হারিয়ে গেলো

মিটবে কি সেই ক্ষত?


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন