ছড়া কবিতা ও বাণীতে অন্য রকম শিক্ষক দিবস

শিক্ষক দিবসের গুরুত্ব :

শিক্ষক দিবস, প্রথাগত ভাবে যে দিবসটিতে শিক্ষক বা গুরুকে বিশেষ ভাবে সন্মান জানানো হয়। মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রাধা কৃষ্ণ পল্লীর জন্মদিন হিসেবে শিক্ষক দিবস (Teacher's Day) পালন করা হয়। প্রত্যেকটি স্কুলে এ দিনটিতে বিশেষ ভাবে পালন করা হয়। যদিও করোনা মহামারির কারণে গত ২০২০ থেকে স্কুলের দরজা ছাত্র ছাত্রীদের জন্য বন্ধ করা আছে।


জন্মের পর শিশুর কাছে তা মা ই তার কাছে শিক্ষক। জীবনে চলার পথে মাতা ও পিতার পর গুরুর স্থান। কিন্তু শিক্ষক দিবস কে যদি সত্যি স্মরণ করতে হয় তবে সেই চোর কেও স্মরণ করতে হয় যে পেটের টানে আমার পকেট মেরে দিয়েছে এবং আমাকে কোথাও শিক্ষা দিয়ে গেছে।


শিক্ষা সম্পর্কিত বাণী, উক্তি, শিক্ষা বিষয়ক উক্তি, বাণীঃ

০১. আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো। – নেপোলিয়ন বোনাপার্ট

০২। টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। – রেদোয়ান মাসুদ

০৩। শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি। - এরিস্টটল



০৪। জানা সত্ত্বেও মেনে না চলার চেয়ে না জানাই ভালো। -  টেনিসন

০৫। মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয় - আল হাদিস

০৬। যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না। - অ্যালবার্ট আইনস্টাইন

০৭। একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। - শেখ সাদি

০৮। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।- শেলী

০৯। আমলা নয় মানুষ সৃষ্টি করুন। - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


১০। বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকার টা বেশি শিক্ষা করে। -  আহমদ ছফা

১১। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন। - রবীন্দ্রনাথ ঠাকুর

১২। এদেশের শিক্ষাকে রাজনীতি মুক্ত করা না গেলেও রাজনীতিকে শিক্ষা মুক্ত করা গিয়েছে -  সংগৃহীত

১৩। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। - স্বামী বিবেকানন্দ

১৪। শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়।…আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম, তাহলে বেকারত্ব বলে কিছু থাকত না

- ড. মুহাম্মদ ইউনূস



১৫। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।- সংগৃহীত

১৬। শিক্ষা মানুয়ের জীবনের মূল চালিকা শক্তি।

– সংগৃহীত

১৭। শিক্ষকবৃন্দ জাতি গড়ার নিপুন কারিগর। – সংগৃহীত

১৮। কেবল শিক্ষাই পারে দেশকে দারিদ্র মুক্ত করতে। - সংগৃহীত

১৯। শিক্ষা সুযোগ নয়, অধিকার, শিক্ষার আলো ঘরে ঘরে জালো।- সংগৃহীত



২০। শিক্ষাই জাতির মেরুদন্ড। - সংগৃহীত

২১। মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ।- সংগৃহীত

২২। শিক্ষাই সর্বোত্তম বিনিয়োগ। - সংগৃহীত


উপসংহার :

আকাশ, বাতাস, জল, নদী এই মহাবিশ্বের সব বাহ্যিক ও আধ্যাত্মিক বিষয় আমাদের কে প্রতিনিয়ত শিক্ষা দিয়ে যায়। মহামারী করোনা আমাদের অসম্ভব চরম শিক্ষা দিয়ে যাচ্ছে। এই শিক্ষা হয়তো ইতিহাস হয়েছে রইলো মানব সমাজের কাছে।

শিক্ষা আমরা সব সময় কিছু না কিছু পাচ্ছি, কিন্তু জীবনে চলার পথে ভালোর জন্য কাজে আসছি, সত্যের জন্য কাজে আসছি? না অসত্যের জন্য? এটা চিন্তা করা খুব প্রয়োজন।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন