প্রভাত - পাখি সব করে রব রাতি পোহাইল


প্রভাত 


পাখি সব করে রব রাতি পোহাইল ।
কাননে কুসুম কলি সকলি ফুটিল ।।

রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে ।
শিশুগন দেয় মন নিজ নিজ পাঠে।।

bangla kobita chora prabhat


 ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল।
পরিমল লোভে অলি আসিয়া জুটিল।।

গগনে উঠিল রবি লোহিত বরন।
আলোক পাই লোক পুলকিত মন।। 

শীতল বাতাস বয় জুড়ায় শরীর।
পাতায়-পাতায় পড়ে নিশির শিশির।।

ওঠ শিশু, মুখ ধোও, পর নিজ বেশ
আপন পাঠেতে মন করহ নিবেশ।।
নবীনতর পূর্বতন