এক যে রাজা”–”থাম্ না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা

গল্প বলা – সুকুমার রায়



“এক যে রাজা”–”থাম্ না দাদা, 
রাজা নয় সে, রাজ পেয়াদা৷” 

“তার যে মাতুল”–”মাতুল কি সে?— 
সবাই জানে সে তার পিশে” 

“তার ছিল এক ছাগল ছানা”— 
“ছাগলের কি গজায় ডানা?” 

“একদিন তার ছাতের ‘পরে”— 
“ছাত কোথা হে টিনের ঘরে?” 

“বাগানের এক উড়ে মালী”— 
“মালী নয়তো! মেহের আলী৷”
 
 
“মনের সাধে গাইছে বেহাগ”— 
“বেহাগ তো নয়! বসন্ত রাগ৷”

“থও না বাপু ঘ্যাঁচা ঘেঁচি”— 
“আচ্ছা বল, চুপ করেছি৷” 

“এমন সময় বিছনা ছেড়ে, 
হঠাৎ মামা আস্‌ল তেড়ে, 

ধর্‌ল সে তার ঝুঁটির গোড়া”— 
“কোথায় ঝুঁটি? টাক যে ভরা৷” 

“হোক না টেকো তোর তাতে কি? 
লক্ষীছাড়া মুখ্যু ঢেঁকি! 

ধর্‌ব ঠেসে টুঁটির ‘পরে, 
পিটব তোমার মুণ্ড ধ’রে— 

কথার উপর কেবল কথা, 
এখন বাপু পালাও কোথা?”

নবীনতর পূর্বতন