যুদ্ধ জিতে বড়াই ভারি, তখন দেখে চেয়ে-- কখন এসে চড়াই পাখি, পায়েস গেছে খেয়ে।।

ছিটে-ফোঁটা - সুকুমার রায়

ছিটে-ফোঁটা
উঠোন-কোণে কড়াই ছিল,
পায়েস ছিল তাতে,

chite phota kobita chora bangla sukumar roy
তাই নিয়ে কাক লড়াই করে কুঁকড়ো বুড়োর সাথে।
যুদ্ধ জিতে বড়াই ভারি,
তখন দেখে চেয়ে--
কখন এসে চড়াই পাখি,
পায়েস গেছে খেয়ে।।

--সুকুমার রায়--


Chotto chora - Chite Phota
নবীনতর পূর্বতন