আমি যদি বাবা হতুম - কাজী নজরুল ইসলাম


আমি যদি হতুম


আমি যদি বাবা হতুম,
বাবা হত খোকা
না হলে তার নামতা পড়া
মারতাম মাথায় টোকা।
রোজ যদি হতো রবিবার 

Kaji Najrul Islam er Kabita Ami Jodi hotum



কি মজাটাই হত  যে আমার।
থাকতো নাকো  নামতা লেখা-জোকা।
থাকতো নাকো  যুক্তাক্ষর,  অংকে ধরতো পোকা।

- কাজী নজরুল ইসলাম 
নবীনতর পূর্বতন